- Home
- Lifestyle
- Health
- Health Tips: প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, জেনে নিন এই রোগের লক্ষণ
Health Tips: প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, জেনে নিন এই রোগের লক্ষণ
Health Tips: গ্যাস, কোষ্ঠকাঠিন্য, পেট খারাপ, মলত্যাগের সময় রক্তপাতের মতো লক্ষণগুলি কোলন ক্যান্সারের ইঙ্গিত দিতে পারে। প্রসেসড ফুড, রেড মিট, ভাজাপোড়া, অতিরিক্ত মদ্যপান এই রোগের অন্যতম কারণ।

বর্তমানে নানান রোগ বাসা বাঁধছে সকলের শরীরে। গ্যাস ও হজমের সমস্যা দেখা দেয় প্রায়শই। কখনও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় তো কখনও হয় পেট খারাপ।
আবার অনেকের মল দিয়ে অল্প অল্প রক্ত (Blood) পড়ে অনেক সময়। প্রথমে ওষুধ খেয়ে এই সমস্যা দূর হলেও পরে সমস্যা বাড়ে।
এই সকল লক্ষণগুলো (Symptoms) উপেক্ষা করবেন না। দিনে দিনে বাড়তে এই সকল জটিলতা। এই সকল লক্ষণ এক কঠিন রোগের ইঙ্গিত করে।
সদ্য কলকাতা মেডিক্যাল কলেজের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ কালিদাস বিশ্বাস এক সাক্ষাৎকারে বলেন, প্রসেসড ফুড (Processed Foods) এবং যে কোনও রকমের রেড মিট।
তিনি আরও বলেন, রিফাইন্ড সুগার, অতিরিক্ত ভাজাপোড়া জাতীয় খাবার কোলন ক্যান্সারের অন্যতম কারণ। জিভের স্বাদের জন্য এই ধরনের খাবার নিয়মিত খেলে তার বিরূপ প্রভাব কোলনের ওপর পড়তে বাধ্য।
…এখনকার সময়ে এই ধরনের খাবারের চাহিদা খুব বেশি। যেটা সাময়িক তৃপ্তি দিলেও ভবিষ্যতে শরীরে বড় সমস্যা ডেকে আনতে পারে। এর সঙ্গে আরও একটি বড় কারণ হল অতিরিক্ত মদ্যপান।
তিনি আরও বলেন, ভারতে প্রতি বছর এই রোগে আক্রান্ত হচ্ছেন এক লক্ষেরও বেশি মানুষ। দেশে যে ধরনের ক্যান্সারে লোকে আক্রান্ত হচ্ছেন তার মধ্যে কোলন ক্যান্সার চতুর্থ স্থানে আছে।
… একটা সময় শহরের লোকজনের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব থাকলেও বর্তমানে গ্রাম এবং মফঃস্বলের লোকেরাও এই রোগের শিকার হচ্ছেন।
তিনি আরও বলেন যে, এই রোগ প্রথন অবস্থায় ধরা পড়লে সম্পূর্ণ নিরাময় সম্ভব। রোগী ফিরতে পারেন তাঁর স্বাভাবিক জীবনে। সেই সঙ্গে পুষ্টিকর খাদ্য ও সংযমী জীবন যাপনের (Lifestyle) মাধ্যমে এই রোগ দূর হওয়া সম্ভব।
তেমনই শারীরিক পরিশ্রমটা (Physical Exercise) খুব জরুরী। তাই সুস্থ থাকতে চাইলে সবার আগে জীবনযাত্রায় আনুন বদল।
শরীরে এমন লক্ষণ দেখা দিলে উপেক্ষা করবেন না। সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নিন। তা না হলে বাড়বে জটিলতা।
সঠিক সময় রোগ নির্ণয় করা গেলে তার থেকে পেতে পারেন মুক্তি।

