রাত পোহালেই চারিদিকে উচ্চারিত হবে মা লক্ষ্মীর মন্ত্র। শুরু হবে দেবীর আরাধনা। যদিও আজ রাত থেকেই পড়ছে লক্ষ্মী পুজোর তিথি। কিন্তু, কাল ঘরে ঘরে পুজিত হবেন ধনদেবী। এবছর কোজাগরী লক্ষ্মীপুজোর তিথি পড়ছে ৮ অক্টোবর শনিবার রাত ৩/২৯/৪২। থাকবে ৯ অক্টোবর রাত ২/২৫/৫ পর্যন্ত। কোজাগরী লক্ষ্মী পুজোতে অধিকাংশ রমণীরা মায়ের ভোগ রান্না করে থাকেন। খিচুড়ি, পায়েস, লাবড়া যেমন অনেকে বানান। তেমন অনেকে তৈরি করে নাড়ু কিংবা মোয়ার মতো মিষ্টান্ন। পুজোর ভোগে রয়েছে বিশেষ মাহাত্ম্য।