এক ঢাল কালো, ঘন, নরম চুল কে না চায়। চুল সুন্দর করতে সারাক্ষণ চলে কোনও না কোনও পদ্ধতির অনুসরণ। কেউ বাজার চলতি নিত্য নতুন শ্যাম্পু ব্যবহার করেন, কেউ ব্যবহার করেন ঘরোয়া টোটকা আবার কেউ পার্লার ট্রিটমেন্ট করেন। এদিকে শুধু চুল সুন্দর করলেই হল না। খুশকি, অকালপক্কতা, শুষ্কভাব, স্ক্যাল্পে চুলকানির মতো সমস্যা লেগেই থাকে। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে ও চুলের যত্ন নিতে ভরসা রাখতে পারেন ঘরোয়া টোটকার ওপর। আজ রইল ১০টি উপায়ের হদিশ। এই ১০টি পদ্ধতি অনুসরণ করলে একদিকে যেমন বন্ধ হবে চুল পড়া সঙ্গে চুল হবে নরম। জেনে নিন কী কী উপায় চুলের যত্ন নেবেন।