অনেক সময় সারাদিনের ক্লান্তির পর ঘুম সম্ভব হয় না। ঘুম না হওয়ার এই সমস্যাকে স্লিপ ডিসঅর্ডার বলা হয়। আশ্চর্যের বিষয় হল এই সমস্যা শুধু বয়স্কদের নয়, শিশুদেরও হতে পারে। ঘুমের ব্যাধি অনিদ্রা, বিরক্তি, রাগ, খাবার ঠিকমতো হজম করতে না পারা, পেটের সমস্যা ডেকে আনতে পারে।