প্রতি মাসে বিদ্যুতের বিল নিয়ে চিন্তা যেন লেগেই থাকে। মাসের শুরু থেকেই হৃদস্পন্দন আরও বেড়ে যায়। কারণ বিল একবার বেশি এসে গেলে আর কিছুই করার থাকে না। সেই বিল মেটাতে গিয়ে মাথায় হাত পড়ে মধ্যবিত্তের। এদিকে করোনা পরিস্থিতির মধ্যে বদলেছে অফিসের সংগা। এখন বেশিরভাগ অফিসই চলছে বাড়ি থেকে। ফলে গরমকালে এসি, ফ্যান, আলো, কম্পিউটার সবই প্রায় ১০ ঘণ্টা ধরে চলছে। এর জেরে আরও বেশি আসছে বিদ্যুতের বিল। তবে কয়েকটা জিনিস মাথায় রাখলে বিদ্যুতের খরচ অনেকটাই আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবেন আপনি। দেখে নিন কোন জিনিসগুলি মাথায় রাখতে হবে।