ভারতে, দীপাবলি (Diwali) হল সবচেয়ে প্রতীক্ষিত উৎসব যা অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয়। এদিন শুধু বাঙালি ঘরে নয়, সব কয়টি হিন্দু পরিবারে (Hindu Family) কোনও কোনও না উৎসব পালিত হয় এই সময়। কালীপুজো ছাড়াও দীপাবলি নিয়ে রয়েছে অনেক কাহিনি। পাঁচ দিন ধরে চলে দীপাবলির উৎসব। ধনতেরাস, ছোটি দিওয়ালি বা নরক চতুর্দশী, কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা বা ভাই দুজ- এই পাঁচটি উৎসবে মেতে ওঠেন সকলে। ধনতেরাস (Dhanteras) বা ধন ত্রয়োদশীর পরের দিন হল নরক চতুর্দশী (Narak Chaturdashi)। জেনে নিন এই পুজোর মাহাত্ম্য।