অধিবর্ষ বা লিপ ইয়ার হচ্ছে একটি বিশেষ বছর, যাতে সাধারণ বছরের তুলনায় একটি দিন জোতির্বৈজ্ঞানিক বছরের সঙ্গে সামাঞ্জস্য রাখার জন্য বেশি থাকে। জোতির্বৈজ্ঞানিক বছর বা পৃথিবী যে সময়ে সূর্যের চারপাশে একবার ঘুরে আসে তার উপরই ঋতুর পরিবর্তন ও অন্যান্য মহাজাগতিক ঘটনাবলীর পুনরাবৃত্তি নির্ভর করে। এর সময়কাল হচ্ছে প্রায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড, অথচ প্রচলিত গ্রেগরীয় বর্ষপঞ্জিমতে বছর হিসাব করা হয় ৩৬৫ দিনে। এভাবে প্রতিবছর প্রায় ছয় ঘণ্টা সময় গোনার বাইরে থেকে যায় ও চার বছরে সেটা প্রায় এক দিনের সমান হয়। এই ঘাটতি পূরণের জন্য প্রতি চার বছর পরপর ৩৬৬ দিনে বছর হিসাব করা হয়। এই হিসেব অনুযায়ী আজ ২৯ ফেব্রুয়ারি ২০২০ সালের লিপিয়ার ইয়ার বা অধিবর্ষের দিন। চার বছর পর পর এই দিন আসে। তাই এই দিন অত্যন্ত বিরল বলে মনে করা হয়। রইল বিশেষ এই দিন সম্বন্ধে ১০টি বিশেষ উক্তি।