ত্বকের যত্ন নিতে নিয়মিত ক্লিনজিং (Cleansing), টোনিং (Toning) ও ময়েশ্চরাইজিং (Moisturising) করুন। অনেকেই ভাবেন শুধু শীতের সময় ময়েশ্চর লাগাতে হয়। কিন্তু, এই ধারণা একেবারে ভুল। সারা বছরই ত্বকে ময়েশ্চরাইজার ব্যবহার করা যায়। এতে ত্বক নরম থাকে, সঙ্গে ত্বকের পিএইচ মাত্রা ঠিক থাকে।