সান্তা ক্লজের গ্রামটি ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে, এটি তুষারে ঢাকা। গ্রামের নাম 'রোভানিমি'। এই গ্রামটি বিশ্বের কাছে সান্তা ক্লজের গ্রামের মর্যাদা পেয়েছে। প্রতি বছর সারা বিশ্বের মানুষ এখানে সান্তার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু গত দুই বছর ধরে কোভিডের কারণে পর্যটকের সংখ্যা কমেছে।