বিয়ের পরই হানিমুনে প্রথম বিদেশ ট্রিপের কথা ভাবছেন, ভ্রমণ তালিকাতে রাখতেই পারেন ব্যাঙ্কক। খানিক খরচ সাপেক্ষ হলেও কোথাও যেন এই ট্রিপ এক ভিন্ন স্বাদের অনুভূতি জোগায়। ভ্রমণ মানেই তা স্বস্তি দায়ক। তবে হানিমুন ট্রিপের জন্য ব্যাঙ্কক এক কথায় অনবদ্য।