বি-টাউনের অভিনেত্রীদের মতো ঝা চকচকে লুক পেতে কে না চায়। তার এই গ্ল্যামারাস লুকের আসল রহস্যই বা কি, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তাদের ডায়েট থেকে বিউটি সিক্রেট সবতেই প্রবল আগ্রহ রয়েছে জানার। কী এমন জিনিস ব্যবহার করেন যার জন্য বলি ডিভাদের গ্ল্যামার আরও দ্বিগুন বেড়ে যায়। অনেকেই হয়তো জানেন না, নিজেদের ত্বককে উজ্জ্বল রাখার জন্য বলি অভিনেত্রীরা এই সস্তার জিনিস ব্যবহার করেন, যাতে তাদের ঔজ্জ্বল্য আরও ডবল বেড়ে যায়। কিছুদিন আগে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন বলি অভিনেত্রী করিনা কাপুর খান। গর্ভাবস্থাকালীনও যেমন তার গ্ল্যামার যেমন কমেনি বরং বেড়েছে ঠিক তেমনই গর্ভাবস্থার পরেও নিজের যৌবন ধরে রেখেছেন করিনা। নিজের ত্বককে উজ্জ্বল রাখার জন্য এই মাল্টি-ফাংশনাল তেলই ব্যবহার করেন করিনা। জেনে নিন বলি ডিভা করিনার 'বিউটি সিক্রেট'।