সকল কাছেরই শ্রীভূমির পুজো মানে চমক। এই পুজোর থিম প্রতিবারই চমক দেয় সকলকে। গত বছর ভুজ খালিফার থিম নজর কেড়েছিল সকলের। এই থিমের কথা শুধু শহরে নয়, সারা বিশ্বের নজর কেড়েছিল। এর আগেও বাহুবলি, পদ্মাবতের আদলে মণ্ডপসজ্জা নজর কেড়েছিল। আর এই বছর আসছে আরও চমক।