বাচ্চার সঠিক ভবিষ্যত গড়তে সব মা-বাবারাই নানান পদ্ধতি অবলম্বন করে থাকে। ভালো স্কুলে পড়ানো, সৎ সঙ্গে মিশতে শেখানো আরও কত কী। বাচ্চার পড়াশোনায় ভালো করার জন্য সব সময় নানান পদ্ধতি মেনে চলে মা-বাবারা। কিন্তু, বাচ্চাকে শুধু ভালো স্কুলে ভর্তি করলে যে সে পড়ায় ভালো হবে তা নয়। অধিকাংশ বাচ্চার দূরন্ত স্বভাবই তার ক্ষতি করে। জেনে নিন কীভাবে বাচ্চার অস্থির মন কাবু করবেন। বাচ্চার পড়ায় মনোযোগ বৃদ্ধিতে মেনে চলুন এই সহজ পদ্ধতি। জেনে নিন কী করবেন। এই সহজ পদ্ধতি মেনে চললে বাচ্চার পড়ায় উন্নতি হবে।