এই বিশেষ দিনে নজর দিন বাচ্চার সাজপোশাকের দিকে। এমন পোশাক পরান যাতে থাকুক দেশ ভক্তির ছোঁয়া। জেনে নিন কেমন পোশাক পরাবেন বাচ্চাকে। ফ্রক থেকে কুর্তি কিংবা ছেলেদের পঞ্জাবি- সব নিয়ে রইল টিপস।
রাত পোহালেই স্বাধীনতা দিবস। বহু স্বাধীনতা সংগ্রামীর আত্মবলিদানে ১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারতে ব্রিটিশদের শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারত। প্রতি বছর দেশের সর্বত্র এই দিনটি পালিত হয় বিশেষ ভাবে। দিনের শুরু হয় ফ্ল্যাগ উত্তোলন দিয়ে। এই দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফিস, ক্লাব- সর্বত্র নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। বিশেষ করে সব কয়টি স্কুলে এই দিনটি পালিত হয় বিশেষ ভাবে। আর সেখানে যোগ দেওয়া আবশ্যক। এধরনের অনুষ্ঠানে অবশ্যই অংশ নিতে হয় বাচ্চাদের। এই বিশেষ দিনে নজর দিন বাচ্চার সাজপোশাকের দিকে। অনেক স্কুলে ক্যাজুয়াল ড্রেস পড়ে যেতে হয়। সেক্ষেত্রে এমন পোশাক পরান যাতে থাকুক দেশ ভক্তির ছোঁয়া। জেনে নিন কেমন পোশাক পরাবেন বাচ্চাকে।
এই দিন মেয়েকে পরাতে পারেন সাদা চুড়িদার। সাদা চুড়িদারের সঙ্গে টিমআপ করুন জাতীয় পতাকার তিন রং বিশিষ্ট ওড়না। যে কোনও দোকানে এমন ওড়না পেয়ে যাবেন।
ছেলেকেও পরাতে পারেন সাদা কুর্তা ও পায় জামা। সঙ্গে জাতীয় পতাকার তিন রং বিশিষ্ট ওড়না গলা দিয়ে ঝুলিয়ে দিন। কিংবা সুন্দর করে পিন করে দিন। ছেলেদেরও এই পোশাকে সুন্দর মানাবে।

সময় থাকলে মেয়ের জন্য ফ্রক কিনে নিন। বর্তমানে স্বাধীনতা দিবসে পরার জন্য সুন্দর সুন্দর ফ্রক বিক্রি হচ্ছে। যার বুকের কাছটা গেরুয়া রঙের, মাঝে সাদা ও শেষাংশ সবুজ রঙের।

আরও পড়ুন- কিয়ারার মত উজ্জ্বল ও ঝকঝকে ত্বক পেতে চান, তাহলে জেনে নিন অভিনেত্রীর সিক্রেট বিউটি টিপস
আরও পড়ুন- রাতের খাবারে ভুলেও এই পাঁচটি জিনিস রাখবেন না, স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে
