আর ৬ দিন, তারপরেই শুরু বিশ্বকাপ। তার আগে বিশ্বকাপের ১০ অধিনায়ককে নিয়ে হল ফটোসেশন। সেখানে প্রত্যেকেই একমত হলেন, শুধু ট্রফি জেতা নয়, তাদের লক্ষ্য আরও অনেক বড়।
আর মাত্র এক সপ্তাহ, তারপরেই শুরু আইসিসি বিশ্বকাপ ২০১৯। বুধবার ইংল্যান্ড পৌছে গেল মেন ইন ব্লুজ। এদিন ভোর ৪.১০-এর বিমানে পারি দিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। প্রত্যেক ক্রিকেটার থেকে শুরু করে কোচ ও সাপোর্ট স্টাফরা - সবাই ছিলেন একেবারে বোর্ডের লোগো দেওয়া ফর্মাল পোশাকে। বিমান বন্দরে অপেক্ষা করার সময়ে অবশ্য ক্রিকেটারদের অনেককেই সময় কাটাতে পিইউবিজি খেলতে দেখা যায়। বোর্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করা হয়। এছাড়া বিলেতের উদ্দেশ্যে উড়ে যাওয়ার সময় অধিকাংশ ক্রিকেটারই ফ্যানদের সঙ্গে সেই মুহূর্তের ছবি শেয়ারও করেছেন। সেইসব ছবি নিয়েই রইল বিশ্বকাপের দেশে পারির ফটো অ্য়ালবাম।
এর আগে খোলাখুলিই বলেছিলেন অজি ক্রিকেটারদের তিনি পছন্দ করেন না। স্মিথ-ওয়ার্নারের নির্বাসন নিয়েও কোনও সমবেদনা ছিল না তাঁর। বরং বলেছিলেন অজিরা যা অভদ্র, তাতে ঠিকই হয়েছে। কিন্তু নিজের দেশে বিশ্বকাপের আগে কিন্তু চিরাচরিত ইংরেজসূলভ ভদ্রতারই নিদর্শন পাওয়া গেল মইন আলির কথায়।