বিশ্বকাপ ২০১৯-এর সপ্তম ম্য়াচ। মুখোমুখি দুই এশিয় দেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এখনও অবধি তিনটি একদিনের ম্যাচে সাক্ষাতে শ্রীলঙ্কা জয় পেয়েছে ২টি ম্য়াচে ১টিতে আফগানিস্তান। বিশ্বকাপে ২০১৫ সালেই একবার মাত্র মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেখানেও জিতেছিল শ্রীলঙ্কা। কিন্তু গত চার বছরে একদিকে যেমন আফগানিস্তানের পারফরম্যান্স গ্রাফ ক্রমেই উঠেছে, অন্যদিকে বেশ কয়েকদজন তারকা ক্রিকেটারের একসঙ্গে অবসরের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কা। এশিয়া কাপ ২০১৮-র শেষ সাক্ষাতে শ্রীলঙ্কাকে কিন্তু হারিয়ে দিয়েছিল আফগনিস্তান। আজ কি হবে?