সংক্ষিপ্ত
পুরুষদের দল সাফল্য না পেলেও, গত কয়েক বছর ধরে দুর্দান্ত সাফল্য পাচ্ছে ইস্টবেঙ্গলের মহিলা দল। এবারও কলকাতা মহিলা ফুটবল লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন সুলঞ্জনা রাউলরা।
কলকাতা মহিলা ফুটবল লিগে সোমবার মতুয়া সরোজিনী নাইডু ওরিয়েন্ট এস সি-কে ১১-০ উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। চলতি লিগে তৃতীয় ম্যাচে জয় পেল লাল-হলুদ। সোমবারের ম্যাচে একাই ৬ গোল করলেন ভারতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখানো সুলঞ্জনা রাউল। জোড়া গোল করেন সন্ধ্যা মাইতি। এছাড়া গোল করলেন তুলসি হেমব্রম, সারজিদা খাতুন ও শাশ্বতী সরকার। এর আগের ম্যাচে বালি গ্রামাঞ্চল ক্রীড়া সমিতিকে ৫-০ উড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। সেই ম্যাচে জোড়া গোল করেন সুলঞ্জনা। সুস্মিতা বর্ধনও জোড়া গোল করেন। অপর গোলটি করেন তুলসি। পরপর ২ ম্যাচে বড় ব্যবধানে জয় পেল লাল-হলুদ।
সুলঞ্জনার অসাধারণ পারফরম্যান্স
সোমবারের ম্যাচের ৮ মিনিটে তুলসির গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৩৯ মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন সুলঞ্জনা। ৪৩ মিনিটে ব্যবধান বাড়ান তিনি। ৫১ মিনিটে হ্যাটট্রিক করেন সুলঞ্জনা। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান সারজিদা। ৬২ মিনিটে পরের গোল করেন শাশ্বতী। এরপর ৭৭, ৮২ ও ৮৭ মিনিটে আরও ৩ গোল করেন সুলঞ্জনা। ৯০ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ১০ নম্বর গোল করেন সন্ধ্যা। তিনি সংযোজিত সময়ে ১১-তম গোল করেন।
আরও সাফল্যের লক্ষ্যে সুলঞ্জনা
পূর্ব মেদিনীপুরের মেয়ে সুলঞ্জনা গত মরসুম থেকেই অসাধারণ ফর্মে। জাতীয় দলের হয়েও তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইরানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন সুলঞ্জনা। তিনি জানিয়েছেন, আরও ভালো পারফরম্যান্স দেখাতে চান। জাতীয় দলে সুযোগ পাওয়া সহজ নয়। আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিকতা বজায় রাখা আরও কঠিন। তবে সেই কাজটাই করে যেতে চান সুলঞ্জনা। তিনি সব পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেছেন। এখনও অনেক বছর খেলে যাওয়ার সুযোগ রয়েছে সুলঞ্জনার কাছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
East Bengal: বিশেষভাবে সক্ষম সমর্থকের সঙ্গে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন ইস্টবেঙ্গল দলের
Kolkata Derby: মাঠে এল না মোহনবাগান সুপার জায়ান্ট, কলকাতা লিগের ডার্বিতে ওয়াকওভার পাচ্ছে ইস্টবেঙ্গল?
East Bengal: এগিয়ে গিয়েও চেন্নাইয়িনের সঙ্গে ড্র, ইস্টবেঙ্গলের রোগ সারছে না