একেই বলে ভাগ্য। নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন টি নটরাজন। খেলার সম্ভাবনা একেবারেই ছিল না বললেই চলে। কিন্তু দলের তারকা প্লেয়ারদের একের পর এক চোট ভাগ্যের দরজা খুলে যায় নটরাজনের। ওয়ান ডে, টি২০-র পর এবার টেস্ট ক্রিকেটেও অভিষেক হল বাঁ-হাতি পেসারের। আর টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে নজর কাড়লেন সকলের।
শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ ও সিরিজ নির্ণায়ক টেস্ট। ব্রিসবেন গাব্বায় গতিময় পিচে ফাইনাল টেস্ট ম্যাচ ঘিরে চড়ছে উন্মাদনা ও উত্তেজনার পারদ। তবে শেষ টেস্টের আগে চোট সমস্যা ভাবাচ্ছে দুই দলকেই। সেইভাবেই রণকৌশল সাজাচ্ছেন টিম পেইন ও অজিঙ্কে রাহানের দল। ভারতীয় দলে অভিষেক হতে পারে আরও দুই ক্রিকেটারের। অপরদিকে পরিবর্তন হতে পারে অস্ট্রেলিয়া দলেও। তবে পরিস্থিতি যাই থাক ব্রিসবেন টেস্ট জিতে সিরিজ জিততে মরিয়া দুই দলই।
সোমবার দুপুরে মিলেছিল সুসংবাদ। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। তখন থেকেই হন্যে হয়ে নেট দুনিয়া হাতরে বেড়াচ্ছে ভক্ত মহল। কিভাবে পাওয়া যায় একটা ছবি! মিল ছিল না তার হদিশ, কারণ একটাই, বিরাট কোহলি।