Giriraj Thakur
(Search results - 1)India Feb 17, 2021, 6:01 PM IST
পদুচেরিতে প্রশ্ন তুলে বিপাকে রাহুল গান্ধী, স্মৃতি ইরানি থেকে অনুরাগ ঠাকুরদের নিশানায় কংগ্রেস নেতা
ভোট প্রচারে পদুচেরি গিয়ে বিপাকে পড়লেন রাহুল গান্ধী। একটি প্রশ্ন তুলেই একঝাঁক বিজেপি নেতা মন্ত্রীর নিশানায় দাঁড়াতে হয় কংগ্রেস নেতাকে। পদুচেরি সফরের সময় বুধবার রাহুল গান্ধী দেখা করেন স্থানীয় মৎসজীবীদের সঙ্গে। সেই সময় তিনি কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে সওয়াল করেন। সেখানেই তিনি বলেন মৎসজীবীরা সমুদ্রের কৃষক। তারপরই তিনি প্রশ্ন করেন কেন তাঁদের উন্নয়নের জন্য আলাদা কোনও দফতর থাকবে না দিল্লিতে?