সত্যজিতের নারীরা আজও জীবন্ত, 'পথের পাঁচালী' ম্যাজিকেই মুহূর্তে বদলে দিয়েছিল সিনেমার প্রেক্ষাপট

May 02 2022, 01:19 PM IST

২ রা মে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী। আজই সেই বিশেষ দিন যেদিন ফিরে দেখার পালা কিংবদন্তীর কালজয়ী সৃষ্টিকে।চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র যিনি গোটা চলচ্চিত্র  তো বটেই এমনকী পুরো ভারতীয় সিনেমার প্রেক্ষাপটকেই বদলে দিয়েছিলেন।  এক বাঙালি কিংবদন্তি যিনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ  চলচ্চিত্রকার । ভারতীয় সিনেমাকে বিশ্বের  দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি।  তার কাজ নিয়ে চর্চার শেষ নেই। আসলে তার প্রতিটা কাজই অনুপ্রেরণা জোগায়। তার সিনেমার নারী চরিত্ররাও আজও জীবন্ত এবং একইরকম উজ্জ্বল। তাকে নিয়ে যতটা বলা হবে ততই যেন কম হবে। সত্যজিৎ রায় এই নামটাই যেন যথেষ্ঠ।  বাঙালি শুধু নয়, গোটা বিশ্ববাসীর কাছে তিনি জনপ্রিয়। তার প্রতিটা সিনেমার পিছনেই রয়েছে কোনও না কোনও ইতিহাস। তেমনই একটি কালজয়ী সিনেমা হল 'পথের পাঁচালী'।