Airforce Day 2022 : এয়ারফোর্স ডে- আকাশে উড়ল 'পশুরাম'

আজ এয়ারফোর্স ডে, সেই উপলক্ষে আকাশে উড়ল বায়ুসেনার ভিনটেজ যুদ্ধবিমান পশুরাম, বহুদিন আগেই এই বিমানটি বায়ু সেনার থেকে অবসৃত হয়েছে
 

/ Updated: Oct 08 2022, 09:02 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আকাশে উড়ল বায়ুসেনার ভিনটেজ যুদ্ধবিমান পশুরাম | ১৯৪৪ সালে এই ডাকোটা ডি সি-৩ বিমান তৈরি হয়েছিল | ১৯৪৭ সালে এই যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয় | ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ডাকোটা | এই বিমান বায়ুসেনার মাল পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছিল | বহুদিন আগেই এই বিমানটি বায়ু সেনার থেকে অবসৃত হয়েছে | বর্তমানে বায়ুসেনার হেরিটেজ কালেকশনে স্থান করেছে ডাকোটা