করোনা আতঙ্কে শেষকৃত্যেও আপত্তি, বিক্ষোভে শামিল গ্রামবাসীরা

  • রাজ্যে হু হু করে ছড়াচ্ছে করোনা 
  • সংক্রমণে মারাও যাচ্ছেন অনেকেই
  • এলাকায় শ্মশান তৈরির সিদ্ধান্ত প্রশাসনের
  • প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

/ Updated: Aug 06 2020, 07:49 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা আতঙ্কে এবার মৃতদেহ সৎকারেও আপত্তি! শ্মশান তৈরি আগেই বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। সমস্যা মেটাতে সর্বদলীয় বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে।

রাজ্যে হু হু করে ছড়াচ্ছে করোনা। সংক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছেন না কেউই।  চিকিৎসায় যে সকলেই সেরে উঠছেন, এমনটা কিন্তু নয়। এদিকে আবার মৃতদেহ বেশিক্ষণের ফেলে রাখলেও বিপদের আশঙ্কা ষোলোআনা। তাহলে উপায়? পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের  কলিশ্বর ,বলিশ্বর, দেহাটি ও ধুলিয়ারা সংযোগস্থলে নির্জন জায়গায় শ্মশান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ব্লক প্রশাসন। এলাকাটি ঘিরে ফেলে গাট কাটার কাজও শুরু হয়ে গিয়েছে। আর তাতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,  যে এলাকায় শ্মশান তৈরি করা হচ্ছে, সেই এলাকা রাস্তা থেকে খুব বেশি দূরে নয়। একশোর মিটারের মধ্যেই আবার আদিবাসীদের গ্রাম। তাঁদের দাবি, স্থানীয় পঞ্চায়েতে সঙ্গে আলোচনা না করে বসতিপূর্ণ এলাকায় 'করোনা শ্মশান' একতরফাভাবে শ্মশান তৈরির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রতিবাদে বৃহস্পতিবার প্রস্তাবিত শ্মশানের এলাকা জমায়েত হয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।