Ranaghat : অসহায় ভ্যান চালককে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম বাংলাদেশীর!

Share this Video

Ranaghat News Today : রানাঘাট দক্ষিণ বিধানসভার রামনগর ২১০ নম্বর বুথে ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য। অভিযোগ, এক বাংলাদেশি ব্যক্তি গোপেশ্বর ঘোষ নামের এক অসহায় ভ্যানচালককে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন। স্থানীয়দের দাবি, সনজিত ঘোষ নামে ওই ব্যক্তিকে কেউ চেনে না। গোপেশ্বর ঘোষও স্পষ্ট জানিয়েছেন, সনজিত তার ছেলে নন। পরে সনজিত স্বীকার করেন, বাংলাদেশ থেকে ভারতে আসার পর নথি না থাকায় তিনি গোপেশ্বর ঘোষের নাম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলেছিলেন।

Related Video