ইমরানের অনুমোদন বাতিল, সেনাপ্রধানকে নিয়ে অভূতপূর্ব পদক্ষেপ পাক সুপ্রিম কোর্টের


অভূতপূর্ব পদক্ষেপ পাকিস্তানের সুপ্রিম কোর্টের, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার তিন বছরের মেয়াদ বৃদ্ধির বিজ্ঞপ্তিটি বাতিল করে দিল শীর্ষ আদালত। ২৯ নভেম্বর বাজওয়ার অবসর গ্রহণ, তার ঠিক আগেই এই পদক্ষেপটি গ্রহণ করা হল। 

/ Updated: Nov 28 2019, 02:41 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অভূতপূর্ব পদক্ষেপ পাকিস্তানের সুপ্রিম কোর্টের, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার তিন বছরের মেয়াদ বৃদ্ধির বিজ্ঞপ্তিটি বাতিল করে দিল শীর্ষ আদালত। ২৯ নভেম্বর বাজওয়ার অবসর গ্রহণ, তার ঠিক আগেই এই পদক্ষেপটি গ্রহণ করা হল। 

গত ১৯ অগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জেনারেল বাজওয়ার মেয়াদ আরও তিন বছর বাড়ানোর বিষয়ে অনুমোদন দেন। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি আসিফ সইদ খোসা বলেন সেনাপ্রধানের কর্মকালের মেয়াদ বাড়ানোর ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের রয়েছে। তিনি আরও বলেন মন্ত্রিসভায় আলোচনার সময় ২৫ জন সদস্যের মধ্যে কেবল মাত্র ১১ জন এই বিষয়ে অনুমোদন দিয়েছিল। 

রইজ রাহি নামে এক ব্যক্তি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছিলেন, পরে তিনি অবশ্য তা প্রত্যাহারের জন্য আবেদন করেন। তবে খোসা সেই আবেদন বাতিল করেন এবং ১৮৪ অনুচ্ছেদের আওতায় জনস্বার্থ মামলা হিসাবে পূর্ববর্তী আবেদনটি গ্রহণ করেন। 

তবে ইতিমধ্যে কিছু উদ্বেগজনক লক্ষণ চোখে পড়ছে। পাকিস্তানি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটি অবরুদ্ধ হয়ে রয়েছে, সেকারণে রায়ের লিখিত বয়ানটি উপলব্ধ হচ্ছে না। পাকিস্তানের রাষ্ট্রপতির ওয়েবসাইটটিরও একই অবস্থা। আগামী কয়েকদিন যদি এই পরিস্থিতি থাকে তাহলে বোঝা যাবে সেনাবাহিনী বিষয়টি নিয়ে কীভাবে নাক গলাচ্ছে। তাই প্রশ্ন থেকে যাচ্ছে আমরা কি পাকিস্তানের আরও একটি সামরিক অভ্যুত্থান দেখতে চলেছি?