প্রথমে ক্ষমা, তারপরে উঠবে আন্দোলন

  • মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারিতেও বরফ গলল না 
  • ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা জুনিয়র চিকিৎসকদের 
  • কর্মবিরতি তুলে নেওয়ার জন্য রাজ্যপালের আবেদন 
  • রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ আন্দোলনরত চিকিৎসকদের 
     

/ Updated: Jun 13 2019, 10:10 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল। তাঁরা রাজ্যপালের হাতে একটি স্মারকলিপি তুলে দেন এবং কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান। পরে বাইরে বেরিয়ে তারা মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি জানায়। রাজ্যপালের সঙ্গে দেখা করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের চিকিৎসকদের সংগঠন। তাঁরা গোটা বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন।  শুক্রবার বেলা ১১টায় চিকিৎসকদের যৌথ ফোরামের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে বসার কথাও ঘোষণা করেছে। বিকেল ৪.৩০টায় এনআরএস-এর সামনে থেকে সিএনএমসি পর্যন্ত এক প্রতিকী প্রতিবাদ মিছিলেরও ডাক দিয়েছে চিকিৎসকদের যৌথ ফোরাম।