ট্রাক্টর মিছিলের পরিণাম ঘিরে উত্তেজনা তুঙ্গে, সামনে আসছে একাধিক ভাইরাল ভিডিও

  • ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার দিল্লি।
  • এই মুহূর্তে চলছে এই আন্দোলন নিয়ে চলছে প্রবল আলোচনা।
  • একদিকে আন্দোলনের বিরুদ্ধে উঠেছে হিংসার অভিযোগ।
  • অন্যদিকে বিক্ষোভকারী কৃষকদের অভিযোগ, বহিরাগতরা ঢুকে এই আন্দোলনের দর্শনকে নষ্ট করার চেষ্টা করেছে।

/ Updated: Jan 27 2021, 01:34 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ট্রাক্টর মিছিলের নামে দিল্লি এবং দিল্লি সীমানায় কারা ছড়াল হিংসা? এখন এই প্রশ্নই বড় হয়ে উঠেছে। বিশেষ করে যেভাবে ট্রাক্টর মিছিলের নানা ভিডিও সামনে এসেছে বা আসছে তাতে এটা পরিস্কার কোনও না কোনওভাবে হিংসায় ইন্ধন দেওয়া হয়েছে। কৃষকদের মধ্যে ঢুকে এই হিংসা ঘটালো কারা। কৃষকনেতাদের অভিযোগ, তারা সমানে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ উপায়ে মিছিলে অংশ নিতে বলেছিলেন। গত ২ মাস ধরে তাঁদের সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া কৃষকরা কেউই এইসব হিংসার সঙ্গে জড়িত নয়। এমনকী, যেভাবে প্রজাতন্ত্র দিবসের দিনে লালকেল্লায় খালসা পতাকা উত্তোলন করা হয়েছে তাকে ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও এই খালসা পতাকা ওড়ানোর তীব্র নিন্দা করেছে। এমনকী, এর সঙ্গে আন্দোলনকারী কৃষকদের কোনও যোগাযোগ নেই বলেও দাবি করেছেন তারা। ইতিমধ্য়েই আন্দোলনকারী কৃষকদের নিজেদের গ্রামে ফিরে যাওয়ারও আহ্বান জানিয়েছেন শরদ পাওয়ার থেকে শুরু করে অমরেন্দ্র সিংরা। এর মাঝেই সামনে এসেছে কৃষক বিক্ষোভের অংশ নেওয়া এক নেতার ভিডিও। যেখানে তাঁকে স্পষ্ট বলতে শোনা যাচ্ছে প্রজাতন্ত্র দিবসে যে প্রয়োজন পড়লে হিংসার রাস্তাও নেওয়া হবে। এর জন্য কৃষকদের পুরো ছাড় আন্দোলনের নিয়ন্ত্রকরা দিয়ে রেখেছিল বলেও দাবি করা হয়েছে ওই ভিডিও সাক্ষাৎকারে।