ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের সার্টিফিকেট নকল করার অভিযোগ

বিধায়কের (MLA) সার্টিফিকেট (Certificate) ব্যবহার করে কিছু অসাধু মানুষ (few miscreants) মোটা টাকায় তা বিক্রি করছেন (forged)। বিশেষ করে বিক্রি হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (Residencial Certificate)। ইতিমধ্যেই বেশ কয়েকজন বাংলাদেশিকে (Bangladeshi) সেই সার্টিফিকেট বিক্রি করা হয়েছে বলে দাবি বিধায়কের (TMC MLA)। 

/ Updated: Feb 18 2022, 02:11 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের সার্টিফিকেট নকল করার অভিযোগ উঠল জনা কয়েক দুষ্কৃতীর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, সেই সার্টিফিকেট মোটা টাকায় বিক্রিও করা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে ঘুটিয়ারি শরিফ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছেন বিধায়ক। বিধায়কের দাবি, বিধানসভার বিভিন্ন এলাকার মানুষের সুবিধার জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এসসি, এসটি, ওবিসি, মেডিক্যাল সার্টিফিকেট বিধানসভার ১১ টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই দলীয় কার্যালয়ে রাখা থাকে। সেই সুযোগে বিধায়কের সার্টিফিকেট ব্যবহার করে কিছু অসাধু মানুষ মোটা টাকায় তা বিক্রি করছেন। বিশেষ করে বিক্রি হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। ইতিমধ্যেই বেশ কয়েকজন বাংলাদেশিকে সেই সার্টিফিকেট বিক্রি করা হয়েছে বলে দাবি বিধায়কের। এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় আরজান শেখ নামে দক্ষিন মাখালতলার বাসিন্দা এক যুবককে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।