ফ্রিজের নয় গলা ঠান্ডা করতে খান কুঁজোর জল, কেন, দেখুন ডেইলি লাইফস্টাইল

  • নানা ইলেক্ট্রনিক্স জিনিসের আবিষ্কারে আমরা জীবনশৈলিকে বদলে দিয়েছি 
  • আমরা কখনও ভাবি না যে ইলেক্ট্রনিক্স জিনিসের উপর নির্ভরতা আসলে ক্ষতি করছে
  • আমরা জানতেও পারি না ফ্রিজের জল খাওয়ার ফলে আমাদের শরীরে কী ক্ষতি হচ্ছে 
  • মানুষের নিত্য ব্যবহারিক জীবনের এমন কিছু খবর নিয়ে ডেইলি লাইফস্টাইল

/ Updated: Jun 24 2019, 09:27 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এখন গরমকাল। গলায় যদি একটু ঠান্ডা জল আমরা ঢালতে পারি তাহলে যেন মনে হয় প্রাণটা জুড়িয়ে গেল। এখন রেফ্রিজারেটরের জামানা। ঘরে ঘরে ফ্রিজ থাকাটা বিশাল কোনও ব্যাপার নয়। ফলে, গরমকালে গলাকে ঠান্ডা করতে অনেকেই ফ্রিজে বোতল ভর্তি জল রাখেন। রেফ্রিজারেটরের ঠান্ডায় সেই জল আরও ঠান্ডা হয়। এই জল আমরা যখন পান করি তখন জানতেও পারি না কী বিষ পান করছি। দাবি করা হচ্ছে ফ্রিজে রাখা জলের থেকে মাটির কুঁজোতে রাখা জল পান করাই ভালো। এতে শরীরের নানা উপকার হয়। মাটির মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। তাই মাটির কুঁজোর জল পানে রয়েছে স্বাস্থ্যের উপকারিতা।