ফের বৃষ্টির ভ্রুকুটি রাজ্য জুড়ে, বাড়বে রাতের তাপমাত্রা

কুড়ি তারিখ থেকে বৃষ্টি (Rain) শুরু হবে দক্ষিণবঙ্গে (South Bengal)। হালকা থেকে মাঝারি বৃষ্টি(Light to moderate rains) চলবে উপকূলের জেলা (coastal districts), যেমন মেদিনীপুর (Medinipur), দুই ২৪ পরগনা (24 Parganas), হাওড়া(Howrah), হুগলি (Hooghly), কলকাতাতে (Kolkata) হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে (light rain)। রাতের তাপমাত্রা আগামী তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রী বাড়বে (night temperature will rise)। 

/ Updated: Feb 18 2022, 06:46 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শনিবার অর্থাৎ ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও কুড়ি তারিখ থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উপকূলের জেলা, যেমন মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া,হুগলি, কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি হবে। রাতের তাপমাত্রা আগামী তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রী বাড়বে। ১৯ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি হবে। কুড়ি তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। ফলে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে বঙ্গে ।পাশাপাশি উত্তর-পশ্চিম দিক থেকে আগত শীতল হাওয়া ও জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার মিশ্রণ এই বৃষ্টিপাতের কারণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ইতিমধ্য়েই তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। অপরদিকে, শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। সর্বনিম্ন ৪০ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস।