কীভাবে কোঁকড়ানো চুল রক্ষা করবেন, জানুন ডেইলি লাইফস্টাইলের এই ভিডিও-তে

  • লাইফস্টাইলে এমন কিছু বিষয় আছে যা আমাদের নিত্য কাজে লাগে 
  • বিশেষ করে ত্বক ও শারীরের যত্ন নেওয়াটা লাইফস্টাইলের অন্যতম অঙ্গ
  • এই বিভাগে এমন কিছু জিনিসের সন্ধান মেলে যা জেনে নিলে উপকারই হয় 
  • ডেইলি লাইফস্টাইলের এই এপিসোডে এমন কিছু বিষয় রয়েছে যা জানাটা জরুরি

/ Updated: Jul 03 2019, 09:16 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কোঁকড়ানো চুলের স্বস্থ্য বজায় রাখাটা কিন্তু সহজ কাজ নয়। এর জন্য দীর্ঘ কসরত করতে হয়। বিশেষ করে সামান্য অযত্নেই চুলের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। যেমন কোঁকড়ানো চুলের বৃদ্ধি সবসময়ে নজরে রাখা উচিত। বিশেষ করে নির্দিষ্ট একটা সময় পর পর চুলের কাটিং করানোটা দরকার। সবসময়ে দেখা উচিত কোঁকড়ানোর চুলের মাথার ভোঁতা অংশের বৃদ্ধি বেশি হচ্ছে কি না। যদি এমনটা হয় তাহলে সেই চুলের মাথাগুলো কেটে ফেলাটা জরুরি। এমনকী, কোঁকড়ানো চুলে আঁচড়াতে ব্রাস ব্যবহার করবেন না। বরং মোটা দাঁতের চিরুণী ব্যবহার করুন।