অভিনব বিবাহ! রক্তদানের আশীর্বাদে নতুন জীবন শুরু নবদম্পতির

  • অভিনব এক বিবাহের সাক্ষী রইল রায়গঞ্জ
  • একপাশে প্রীতিভোজ, আরেক পাশে চলছে রক্তদান
  • নবদম্পতির  উদ্যোগেই এই ব্যবস্থা
  • মানুষকে এভাবেই রক্তদান নিয়ে সচেতন করতে চাইলেন দীপঙ্কর ও প্রতিভা

/ Updated: May 17 2019, 09:31 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এ এক ব্যতিক্রমী বিবাহ বলা যেতে পারে। যেখানে নবদম্পতিকে উপহার দিয়ে নয়, অনেক অতিথিই আশীর্বাদ করলেন রক্তদান করে। ঠিক এমনটাই যে চেয়েছিলেন পাত্র, রায়গঞ্জ শহরের দেবীনগরের স্বর্ণব্যবসায়ী দীপঙ্কর রায় ও পাত্রী কালিয়াগঞ্জ চিড়াইল পাড়ার পেশায় স্কুল শিক্ষিকা প্রতিভা ঘোষ।

জেলা হাসপাতালগুলিতে রক্তের অভাবে বহু মানুষের চিকিৎসা আটকে যায়। অনেক সময়ই অসহায়ভাবে রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হন চিকিৎসকরা। এই সংকট মেটানোর ভাবনা থেকেই দীপঙ্কর ও প্রতিভা নিমন্ত্রণ পত্রেই জানিয়ে দিয়েছিলেন তাঁরা কোনও যৌতুক বা উপহার চান না, বরং রক্তদান করে তাঁদের আশীর্বাদ করুন অতিথিরা।

তাঁদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। গত ৮ মে তারিখে তাঁদের বৌভাতের প্রীতিভোজে যোগ দেওয়া অতিথিরা অনেকেই রক্তদান করেছেন। অনুষ্ঠানে আয়োজনের কোনও খামতি ছিল না। আর পাঁচটা বিয়েবাড়ির মতোই আলোর রোশনাই, সুদৃশ্য মন্ডপ, সানাইয়ের সুর - সবই ছিল। ছিল জমকালো বেনারসি শাড়ি, জড়োয়া গহনার সাজ, আত্মীয় পরিজন, বন্ধু-বান্ধব, হইহুল্লোড়, এলাহী খানাপিনা সবই। কিন্তু এইসবের সঙ্গেই বিয়েবাড়ির লাগোয়া এক স্থানে ছিল রক্তদান শিবিরও।

নবদম্পতি বিবাহ বাড়িতে অতিথিদের আপ্পায়নের মধ্যেই মাঝে মাঝে ঢু মেরেছেন সেই শিবিরে। দীপঙ্কর ও প্রতিভা জানেন, একদিনের ওই শিবিরে হয়তো জেলার হাসপাতাগুলির রক্তের সমস্য়া একেবারে মিটে যাবে না, কিন্তু তাঁদের এই উদ্যোগ বহু মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করবে এই আশা তাঁরা করছেন।

বিবাহ প্রতিটি মানুষের জীবনে অন্যতম আনন্দের, খুশির দিন। সেই দিনটিকেই সাধারন মানুষকে মধ্যে রক্তদান সম্পর্কে সচেতন করার জন্য বেছে নিয়েছিলেন দীপঙ্কর ও প্রতিভা। নবদম্পতি জানিয়েছেন তাঁদের জীবনের এই শুভদিনে শেষ পর্যন্ত তাঁদের উদ্যোগ সফল হওয়ায় তাঁরা খুবই খুশি।