সংশোধনাগারের আবাসিকদের নাটক, দেখে চমকে গেল কৃষ্ণনগর! দেখুন ভিডিও

কৃষ্ণনগরের সংশোধনাহগারের আবাসিকরা নাটক করলেন। রক্তকরবি মঞ্চস্থ হল কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে। উদ্যোগ নেন সিঞ্চন নাট্যগোষ্ঠীর নাট্যকর্মীরা। কলকাতা নন্দনেও এই থিয়েটার মঞ্চস্থ করা হবে।

 

/ Updated: Jun 24 2019, 02:57 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সময় বা পরিস্থিতির চাপে মানুষ অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। কিন্তু প্রত্যেকেরই একটা শিল্পী মন থাকে। সুস্থ পরিবেশ ও সঠিক পদক্ষেপে যার স্ফুরণ হতে পারে। সম্প্রতি এর স্বাদ পেলেন নদীয়ার কৃষ্ণনগরের বাসিন্দারা। সংশোধনাগারের অন্ধকার থেকে বার হয়ে সাধারণ মানুষের মধ্যে এসে রবীন্দ্রভবনে রবি ঠাকুরেরই রক্তকরবী নাটক মঞ্চস্থ করলেন কৃষ্ণনগর সংশোধনাগারের আবাসিকরা। হল একেবারে কানায় কানায় ভর্তি ছিল। সিঞ্চন নাট্য-গোষ্ঠীর নাট্যকর্মীদের সঙ্গে একেবারে সেয়ানে সেয়ানে অভিনয় করে গেলেন তাঁরা। এই প্রয়াসে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী দিব্যানন্দ। উপস্থিত ছিলেন ডিআইজি সংশোধনাগার অরিন্দম সরকারও। প্রথম মঞ্চায়নের সাফল্যে উৎসাহিত হয়ে আগামী দিনে কলকাতা নন্দনে এই নাটকটি ফের মঞ্চস্থ করার কথা শুরু হয়েছে।