ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, পুরনিগমের বিরুদ্ধে অভিযোগ তুলে মানব বন্ধন কর্মসূচি শিলিগুড়িতে

শিলিগুড়ি শহরজুড়ে আবর্জনা সাফাই, নর্দমা পরিষ্কার সহ ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজে ব্যর্থ পুরনিগম, এই অভিযোগ তুলে মঙ্গলবার শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন মানব বন্ধন কর্মসূচি পালন করলো

/ Updated: Oct 18 2022, 02:49 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শিলিগুড়ি শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ পুরনিগম | শহরজুড়ে আবর্জনা সাফাই, নর্দমা পরিষ্কার সব কিছুতেই ব্যর্থ পুরনিগম | অন্যদিকে নার্সিংহোম ও প্যাথলজি ক্লিনিকগুলি এই আতঙ্ককে কাজে লাগিয়ে রোগীদের লুটছে | এর প্রতিবাদে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন মানব বন্ধন কর্মসূচি পালন করলো | সংগঠনের পক্ষ থেকে অভিজিৎ মজুমদার বলেন এই পুর বোর্ড কেবল প্রতিশ্রুতি দিয়ে এসেছে, কাজের ক্ষেত্রে তারা সম্পুর্ন ব্যর্থ | পাশাপাশি তারা নার্সিংহোম গুলির ওপর লাগাম টানার আর্জি রাখছে |