আশ্বিনের সংক্রান্তিতে জিউড় উৎসব করলেন, বাঁকুড়া বড়বাইদ গ্রামের কৃষক সম্প্রদায়

হিন্দু শাস্ত্র অনুযায়ী এই জিউড় উৎসবের অর্থ মা লক্ষ্মীর আরাধনা, তবে সেই লক্ষ্মীর আরাধনা হয় কোন মন্দির বা গৃহে নয়, এই লক্ষীর আরাধনা হয় ধান জমিতে । 

/ Updated: Oct 18 2022, 09:39 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হিন্দু শাস্ত্র অনুযায়ী এই জিউড় উৎসবের অর্থ মা লক্ষ্মীর আরাধনা, তবে সেই লক্ষ্মীর আরাধনা হয় কোন মন্দির বা গৃহে নয়, এই লক্ষীর আরাধনা হয় ধান জমিতে । গঙ্গাজলঘাঁটির বড়বাইদ গ্রামের কৃষক পরিবাররা আজও ধার্মিকতার সাথেই লক্ষীর আরাধনার মাধ্যমে জিউড় উৎসবে সামিল হন | এই উৎসবে না থাকল লক্ষীর কোন মূর্তি না থাকে লক্ষ্মীর প্রতীকৃতি। ধান গাছের গোড়া এখানে মা লক্ষ্মীরূপে পজিত হল কৃষক পরিবারের হাতে। ফলন্ত সেই ধানে মা লক্ষ্মীর আগমনের বার্তা দেন কৃষকেরা।