টিটাগর কাণ্ডে ঘটনাস্থলে শিশু অধিকার সংরক্ষণের জাতীয় কমিশন, বিস্ফোরণ স্থল খতিয়ে দেখেন প্রতিনিধি দল

শিশু অধিকার সংরক্ষণের জাতীয় কমিশন এর প্রতিনিধি দল আজ টিটাগর স্কুলে আসেন, এই স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ ঘটেছিল, প্রিয়াঙ্ক কানঙ্গ শিশু সুরক্ষার চেয়ারপারসন সহ দুই প্রতিনিধি দল বোমা বিস্ফোরণ স্থল খতিয়ে দেখেন
 

/ Updated: Sep 21 2022, 10:40 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শিশু অধিকার সংরক্ষণের জাতীয় কমিশন টিটাগর স্কুলে আসেন | এই স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ ঘটেছিল | প্রিয়াঙ্ক কানঙ্গ শিশু সুরক্ষার চেয়ারপারসন সহ দুই প্রতিনিধি দল বোমা বিস্ফোরণ স্থল খতিয়ে দেখেন | এরপর তিনি সাংবাদিক দের বললেন সমস্ত বিষয়টি খতিয়ে দেখেছেন তারা | তিনি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে এ বিষয়ে রিপোর্ট দেবেন | তবে তিনি  স্কুল কর্তৃপক্ষ সহ প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তোলেন স্কুলে বোম ফাটার পরেও কেন জরুরী ভিত্তিকভাবে স্কুলের ছাত্র-ছাত্রীদের ছুটি দেওয়া হল না