সরস্বতী পুজোয় সবজি, ফল, চিড়ে, মুড়কি-র দরদাম, শেষ মুহূর্তের কেনা-কাটায় ভিড় বাজারে

সরস্বতী পুজোয় খিচুড়ি উপকরণে দাম বেড়েছে কতটা। সবজি বিক্রেতাদের দাবি দাম সেভাবে কিছুই বাড়েনি। সব সাধারণ দামেই বিক্রি হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। যদিও সবজির দাম নিয়ে খুশি নন ক্রেতারা । পুজোর বাজারের সবজির মান নিয়ে অনেকেরই ক্ষোভ রয়েছে।

/ Updated: Jan 25 2023, 11:46 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সরস্বতী পুজোয় খিচুড়ি উপকরণে দাম বেড়েছে কতটা। সবজি বিক্রেতাদের দাবি দাম সেভাবে কিছুই বাড়েনি। সব সাধারণ দামেই বিক্রি হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। যদিও সবজির দাম নিয়ে খুশি নন ক্রেতারা । পুজোর বাজারের সবজির মান নিয়ে অনেকেরই ক্ষোভ রয়েছে। রাতে সবজির দাম আরও বেড়েছে বলেও অনেকে দাবি করেছেন। ফুলকপি একটা পিস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। বাঁধা কপি বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকায়। সরস্বতী পুজোয় ফলের দামও বেড়েছে । অস্থায়ী স্টলের দোকানদারদারদের দাবি তাঁরা দাম নিচ্ছেন। কারণ অস্থায়ী স্টলের ফলের দাম কম বলেই ক্রেতারা ভিড় করেন।