রবিবার বামেদের ব্রিগেড। আর সেই জন্যই উৎসাহ তুঙ্গে কর্মী-সমর্থকদের। বামেদের ব্রিগেডে জন্য বাড়ি বাড়িতে তৈরি হচ্ছে ১০ লক্ষের খাবার। তরুণদের মন জয়ে এত ধরে শহরের ২২ জায়গায় পারফর্ম হয়েছে বাজি নাচ। এই নাচের পোশাকি নাম ফ্ল্য়াশমব। তবে এসবকেও ছাড়িয়ে যেত, যদি আসতেন বুদ্ধদেব। ব্রিগেডে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আসতেন পারছেন না। তিনি জানিয়েছেন, মাঠে ময়দানে কর্মীরা লড়াই করছেন। আর আমি গৃহবন্দি হয়ে রয়েছি। এত বড় সমাবেশ হবে অথচ আমি যেতে পারছি না। এটা আমার কাছে যন্ত্রনার।'২০২১ এর নির্বাচনের আগে বামেদের ভোট প্রচারের সবথেকে বড় সুযোগ ব্রিগেডের সভা। শক্তি দেখাতে কংগ্রেসও চাইছে সব জেলা থেকে কর্মীদের হাজির করতে। থাকবে আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমর্থকরাও। গুজরাট থেকেও আসছেন পরিযায়ী শ্রমিক।
নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে
এই অবস্থায় সামনে এল সি-ভোটারের জনমত সমীক্ষার ফল
তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় থাকবে না সরকার উল্টে দেবে বিজেপি
কেমন ফল করবে বাম-কংগ্রেস-আইএসএফ'এর জোট
ব্রিগেডে আসতে পারেছেন না বুদ্ধদেব ভট্টাচার্য
চিকিৎসকদের বারণেই সমাবেশে যোগ দিচ্ছেন না তিনি
কমরেডদের উদ্দেশ্যে দিলেন লিখিত বার্তা
এখনও বাম শিবিরে তারকা তিনিই
রাত পোহালেই ব্রিগেডে বামেদের সভা
তার আগের দিন জোট পাকা করতে বাম-কং বৈঠক
তাতেও মিলল না রফাসূত্র
বামেদের কাছে আরও আসনের দাবি কংগ্রেসের