দুর্গাপুজো, কালী পুজোর পর এবার সরস্বতী পুজো। করোনা থাবা বসিয়েছে এবছর। দীর্ঘ দিন ট্রেন বন্ধ থাকায় বেড়েছে পরিবহণ খরচ। অনেক বেশি টাকা ভাড়া দিয়ে ছোট লড়ি, ভুটভূটি ভ্যান, ম্যাটাডর করে প্রতিমা নিয়ে যেতে হচ্ছে বিহারের কাটিহার, সোনালী, বারসই মুকুরিয়া এলাকাগুলিতে। ফলে এবারে প্রতিমা কিনতেই তাদের প্রচুর খরচ হয়ে যাচ্ছে। এর জেরে সমস্যায় পড়েছেন প্রতিমা শিল্পীরা।