ভোটের আগে ভরাডুবি তৃণমূলের। একদিকে রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদি। পাশাপাশি মোদী-শাহ-র প্রশংসায় পঞ্চমুখ দীনেশ ত্রিবেদী। অপরদিকে সাংসদ পদের ইস্তফা দেওয়ার জল্পনা বাড়িয়ে দিল্লি পৌছলেন তৃণমূল ত্যাগী তমলুকের সাংসদ দিব্য়েন্দু অধিকারী। দিব্যন্দুও গেরুয়া শিবিরে যোগ দেবেন বলেই চাপান উতোর রাজনৈতিক মহলে। পাশাপাশি দীনেশ ত্রিবেদির দলবদলের ইঙ্গিতে সরগরম রাজ্য-রাজনীতি।