সিপিএম তথা বামফন্টের ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে সমর্থন করলেও রায়গঞ্জ পথে নামতে দেখা গেল না নির্বাচনের জোটসঙ্গী কংগ্রেসকে। বনধের সমর্থনে সিপিএম শুক্রবার সকাল থেকেই রায়গঞ্জ শহরে মিছিল, জাতীয় সড়ক অবরোধ, রেলরোকো আন্দোলন সংগঠিত করলেও দেখা মেলেনি কোনও কংগ্রেস নেতা কর্মীর। এই আন্দোলনে জেলা কংগ্রেসকে পাবেন বলে আশা করেছিলেন জেলা সিপিএম নেতৃত্ব। কিন্তু কেন তাঁরা এলেন না, উত্তর নেই সিপিআইএম-এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পালের কাছেও।