সোমবার জোটের জট কাটাতে ফের বৈঠক বাম-কংগ্রেসের। আসনরফা নিয়ে আলোচনায় বসছেন জোট শিবিরের নেতারা। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই বৈঠকে থাকবেন না। এই বৈঠক থেকেই কোন শিবিরের হাতে কটা করে আসন থাকবে তা চূড়ান্ত হওয়ার কথা। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ৯২ টি আসন ছেড়েছিল বামেরা। এবার আগের বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শুরুতেই ১৩০ আসন দাবি করায় অস্বস্তিতে পড়ে বাম নের্তৃত্ব। পরিস্থিতি সামাল দিয়ে বিষয়টি পরে আলোচনা হবে বলে দুই পক্ষকে থামান বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু।