৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য প্রস্তুত নয়াদিল্লি। তবে রাজপথে যখন হবে কুচকাওয়াজ, দিল্লির অন্যত্র চলবে প্রতিবাদী কৃষকদের ট্র্যাক্টর মিছিল। তার সঙ্গে রয়েছে কোভিড মহামারি। কাজেই এই বছরের প্রজাতন্ত্র দিবসের উদযাপন অন্যান্যবারের তুলনায় অনেকটাই আলাদা হতে চলেছে। মোটরসাইকেল আরোহীদের স্টান্টের মতো পরিচিত বেশ কিছু বিষয় যেমন কাটছাঁট করা হয়েছে, তেমনই দর্শক সংখ্যাও লক্ষাধিক থেক কমিয়ে বেঁধে দেওয়া হয়েছে ২৫,০০০-এ। সেইসঙ্গে কুচকাওয়াজে থাকবে না কোনও শিশুও। সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে, তার জন্য কুচকাোয়াজে অংশগ্রহণকারী বাহিনীর সংখ্য়াও ১৪৪ থেকে কমিয়ে ৯৬ করা হয়েছে।