রাজনীতির ময়দানে একে একে এবার ঘুঁটি সাজিয়ে নেওয়ার পালা। কার বিপরীতে কে, সোমবার দুপুরেই নন্দীগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রীরব ঘোষণা সামনে এসেছিল। ২০২১ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে লড়বেন মুখ্যমন্ত্রী নিজেই। সভা শেষে এই ঘোষণাতেই ওঠে নয়া ঝড়।