কলকাতা সহ রাজ্যে এই মুহূর্তে নতুন উদ্বেগের কারণ হয়েছে টিকা নেওয়ার পর অসুস্থ হওয়া নিয়ে। কারণ ইতিমধ্যেই করোনা টিকা নেওয়ার পর অসুস্থ একাধিক। কাঁপতে কাঁপতে বমি হওয়ার পর দুই জন হাসপাতালে ভর্তি। এদিকে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং যাঁদের অন্য একাধিক ওষুধ খেতে হয়, তাঁদেরকে কোভ্যাক্সিন নিতে নিষেধ করল ভারত বায়োটেক। এমন সময়, তাহলে প্রশ্ন উঠেছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদেরই তো করোনা হওয়ার ঝুঁকি বেশি ছিল, এখন তাঁদের টিকা নিতে নিষেধ করেছে ভারত বায়োটেক, তাহলে তাঁরা যাবে কোথায়। অপরদিকে যদিও সুখবর, এইমুহূর্তে কলকাতা সহ রাজ্যেও অনেকটাই কমে এসেছে দৈনিক সংক্রমণের সংখ্যা। মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৪১২ জন।তবে একুশের ভোটের আগে ভাইরাস কতটা কবজা করল রাজ্যকে, কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।