কলকাতা সহ রাজ্যে ইতিমধ্য়েই প্রথম দফার ভ্যাকসিন দেওয়া হয়েছে কোভিড যোদ্ধাদের। শনিবার প্রধানমন্ত্রী মোদীর টিকাকরণ প্রক্রিয়ার সূচনার পরেই সারা দেশ তথা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় টিকাকরণ কর্মসূচি। কলকাতার একজন নার্স ভ্য়াকসিন নেবার পর সংজ্ঞা হারিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এমনই ভাল সময়ে কলকাতা সহ রাজ্যেও অনেকটাই কমে এসেছে দৈনিক সংক্রমণের সংখ্যা। রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৬০৯ জন থেকে আরও কমে ৫৬৫। তবে একুশের ভোটের আগে ভাইরাস কতটা কবজা করল রাজ্যকে, কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।