শুক্রবার বাংলা জুড়ে চলবে কো-ভ্যাকসিনের ড্রাইরান। এদিকে কোভিডে সংক্রমণও বাংলায় অনেকটাই কমে এসেছে। তবে উপসর্গ দেখা দিলে সকলে আদৌ পরীক্ষা করাচ্ছেন তো, প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ২৪০ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১২৪,৮৬৬ জন। তাহলে বাংলায় কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।