শহরে শীতে সংক্রমণ কমল অনেকটাই। তবে আশঙ্কা বাড়াচ্ছে ব্রিটেনের সাম্প্রতিক কালের অবস্থা প্রকাশ্যে আসতেই। করোনা ফের বিশাল আকার ধারণ করেছে সেখানে। যার জেরে লকডাউনও ডাকা হয়েছে সেখানে। জানা গিয়েছে, করোনাভাইরাস তার চরিত্র বদলাচ্ছে। এহেন পরিস্থিতিতে ভারতেও তার প্রভাব যে একেবারেই পড়বে না, এমন দ্বন্দ্বে রয়েছে সাধারণ মানুষও। সুতরাং গা ছাড়া মনভাব সরি সতর্ক হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে বলেই মত বিজ্ঞানীদের। মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৮৮ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১২০,৫০৩ জন। তাহলে বাংলায় একুশের দোরগড়ায় দাঁড়িয়ে কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।