একাধিক ইস্যুতে আজ বিজেপি-র নবান্ন অভিযান। অন্তত লাখখানেক সমর্থক নিয়ে নবান্ন অভিযানের কথা ঘোষণা করেছে রাজ্য বিজেপি। গতকাল রাতেই কলকাতায় পা রেখেছেন বিজেপি-র সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য। যদিও, জীবনুনাশের জন্য দুদিন নবান্ন বন্ধ রাখা হয়েছে। ফলে, বিজেপি-র অভিযান হবে শূন্য নবান্ন-র উদ্দেশে। কিছু গুটিকত কর্মী ছাড়া আর কেউ বৃহস্পতিবার ও শুক্রবার নবান্নমুখো হচ্ছেন না। এখন পর্যন্ত যা খবর তাতে নবান্ন অভিযানে বিজেপি চারটি মিছিল করে এগোবে। পুলিশ প্রশাসনও এই অভিযান ঠেকাতে নবান্ন থেকে বহু আগেই ব্যারিকেড তৈরি করে রেখেছে।