অ্যাডমিট কার্ডের বিভ্রান্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারল না ছাত্রী

অ্যাডমিট কার্ডের বিভ্রান্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারল না ছাত্রী। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ। অ্যাডমিট কার্ডে চতুর্থ বিষয় উল্লেখ নিয়েই সমস্যা। পরীক্ষায দিতে পারলেন না ওই ছাত্রী। মালদার চাঁচলের থাহাঘাটি হাই মাদ্রাসা স্কুলের ঘটনা।

/ Updated: Mar 26 2023, 12:03 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অ্যাডমিট কার্ডের বিভ্রান্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারল না ছাত্রী। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ। অ্যাডমিট কার্ডে চতুর্থ বিষয় উল্লেখ নিয়েই সমস্যা। পরীক্ষায দিতে পারলেন না ওই ছাত্রী। মালদার চাঁচলের থাহাঘাটি হাই মাদ্রাসা স্কুলের ঘটনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম শবনম খাতুন। থাহাঘাটি হাই মাদ্রাসায় সিট পড়েছিল। শনিবার ছিল ফোর্থ সাবজেক্টের পরীক্ষা ৷ কিন্তু, অ্যাডমিট কার্ডে তার কোনও উল্লেখ না থাকায় সে আজ পরীক্ষা দিতে পারেনি ৷ শবনম বলে, 'আমার ফোর্থ সাবজেক্ট ছিল আরবি ৷ ফর্ম ফিল আপের সময় তা উল্লেখও করেছিলাম৷ আমার চেক লিস্টেও তার উল্লেখ রয়েছে৷ কিন্তু, আমার অ্যাডমিট কার্ডে ফোর্থ সাবজেক্টের কোনও উল্লেখ ছিল না৷'