প্রচন্ড ঝাকুনি, তারপর...বছর উনিশের স্মৃতি মণ্ডলের ভয়াবহ অভিজ্ঞতা, কিভাবে ফিরলেন!

প্রচন্ড ঝাকুনি, হুশ ফিরতেই দেখে ট্রেনের ফ্যানে পা আটকে ঝুলছে! অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন বছর উনিশের স্মৃতি মণ্ডল। বাঁকুড়ার ছাতনার আড়রা গ্রামের বাসিন্দা স্মৃতি মণ্ডল। বিশাখাপত্তনম-এ নার্সিং পড়তে যাচ্ছিলেন স্মৃতি মন্ডল।

/ Updated: Jun 04 2023, 05:55 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রচন্ড ঝাকুনি, হুশ ফিরতেই দেখে ট্রেনের ফ্যানে পা আটকে ঝুলছে! অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন বছর উনিশের স্মৃতি মণ্ডল। বাঁকুড়ার ছাতনার আড়রা গ্রামের বাসিন্দা স্মৃতি মণ্ডল। বিশাখাপত্তনম-এ নার্সিং পড়তে যাচ্ছিলেন স্মৃতি মন্ডল। করমন্ডল এক্সপ্রেসে করেই যাচ্ছিলেন স্মৃতি। এরপরেই দুর্ঘটনার কবলে পরে করমন্ডল এক্সপ্রেসে। এরপর স্মৃতির আর কিছু মনে নেই। আহত শরীর নিয়েই বাড়ি ফিরেছে স্মৃতি। সুস্থ হয়ে ফের বিশাখাপত্তনম-এ নার্সিং পড়তে যাবেন স্মৃতি। মেয়েকে ফিরে পেয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন স্মৃতির মা।